Wellcome to National Portal
Text size A A A
Color C C C C

সর্ব-শেষ হাল-নাগাদ: ২nd মার্চ ২০২৫

বিস্ফোরক পরিদপ্তর হতে লাইসেন্স গ্রহণের জন্য যেসব নকশা দাখিল করতে হয় সেসব নকশার নমুনা

বিস্ফোরক পরিদপ্তর হতে প্রদেয় সেবার তালিকাভিত্তিক নকশার নমুনা দেয়া হলো

ক্রম সেবার নাম নকশার নমুনা দেখতে ক্লিক করুন
     
  এলপিজি বিধিমালা, ২০০৪ অনুসারে প্রদত্ত সেবা:  
ফরম চ: এলপিজি সিলিন্ডার মজুদের লাইসেন্স  এখানে ক্লিক করুন

ফরম-ঙ: (১) গ্যাসাধারে এলপিজি মজুদ এবং সিলিন্ডারে গ্যাস ভর্তির লাইসেন্স মঞ্জুর (এলপিজি বটলিং প্ল্যান্ট)।

 

ফরম-ঙ: (২) গ্যাসাধারে এলপিজি মজুদ এবং মোটরযানের সাথে যুক্ত সিলিন্ডারে জ্বালানি হিসেবে এলপিজি ভর্তির লাইসেন্স (অটোগ্যাস রিফুয়েলিং স্টেশন)

 এখানে ক্লিক করুন

ফরম-জ: পরিবহণ যানে এলপিজি পূর্ণ আধার পরিবহণের লাইসেন্স মঞ্জুর।

 

ফরম-ঞ: রেটিকুলেটেড পদ্ধতিতে এলপিজি মজুদ ও ব্যবহারের লাইসেন্স

 এখানে ক্লিক করুন
 

পেট্রোলিয়াম বিধিমালা, ২০১৮ অনুসারে প্রদত্ত সেবা:

 

ফরম-‌জ: অনুর্ধ্ব ৪০০ লিটার ১ম শ্রেণীর পেট্রোলিয়াম মজুদের লাইসেন্স মঞ্জুর।

 

ফরম-‌ঝ: (ক) ড্রামে  ২য়  এবং ৩য় শ্রেণীর পেট্রোলিয়াম মজুদ

 

ফরম-ট: পেট্রোল পাম্পের লাইসেন্স মঞ্জুর।

 

ফরম-ঞ: (১) ২৫,০০০ লিটারের বেশী পরিমাণ ২য় শ্রেণীর পেট্রোলিয়াম অথবা আংশিক ১ম ও ২য় শ্রেণীর পেট্রোলিয়াম আমদানি ও ট্যাঙ্ক ব্যতীত মজুদাগারে মজুদের লাইসেন্স মঞ্জুর।

 
১১

ফরম-ঠ: (১) ১ম শ্রেণীর পেট্রোলিয়াম আমদানি এবং স্থাপনায় (Installation) পেট্রোলিয়াম মজুদের লাইসেন্স মঞ্জুর।

এখানে ক্লিক করুন
১২

বিশেষ ফরম: ১ম শ্রেণীর পেট্রোলিয়াম আমদানি এবং জলযানে নির্দিষ্ট স্থানে পেট্রোলিয়াম মজুদের লাইসেন্স মঞ্জুর।

 
১৩

ফরম-ড: নদী পথে জলযানে (ট্যাঙ্কারে) পেট্রোলিয়াম পরিবহণের লাইসেন্স মঞ্জুর।

 
১৪

ফরম-ঢ: সড়ক পথে ট্যাঙ্কারে পেট্রোলিয়াম পরিবহণের লাইসেন্স মঞ্জুর।

 
১৫

পেট্রোলিয়াম রিফাইনারী/লুব ব্লেন্ডিং/লুব রিসাইক্লিং প্ল্যান্ট এর অনুমোদন প্রদান

 
 

গ্যাস সিলিন্ডার বিধিমালা, ১৯৯১ অনুসারে প্রদত্ত সেবা:

 
১৬

ফরম-ঙ: এলপিজি ব্যতীত অন্যান্য গ্যাস সিলিন্ডারে গ্যাস ভর্তির লাইসেন্স মঞ্জুর।

 
১৭

ফরম-চ:  এলপিজি ব্যতীত অন্যান্য  গ্যাসপূর্ণ সিলিন্ডার * অধিকারে রাখার লাইসেন্স মঞ্জুর।

এখানে ক্লিক করুন
১৮

নন স্ট্যান্ডার্ড বা পূর্ব ইতিহাস জানা নাই এমন সিলিন্ডারে গ্যাস ভর্তির অনুমতি।

 
১৯

সিলিন্ডার পরীক্ষা কেন্দ্রের অনুমতি প্রদান

 
২০

গ্যাস (এলপিজি) সিলিন্ডার ও ভাল্ভ নির্মাণ প্ল্যান্ট

 
২১

সিলিন্ডার বাজারজাতকরণের অনুমতি

 
 

গ্যাসাধার বিধিমালা, ১৯৯৫ অনুসারে প্রদত্ত সেবা:

 
২২

ফরম-ঘ : গ্যাসাধারে গ্যাস (এলপিজি ব্যতীত) মজুদের লাইসেন্স মঞ্জুর।

 
২৩

ফরম-গ : পরিবহণ যানে গ্যাসপূর্ণ (এলপিজি ব্যাতিত অন্যান্য গ্যাস) আধার পরিবহণের লাইসেন্স মঞ্জুর।

 
 

কার্বাইড বিধিমালা, ২০০৩ অনুসারে প্রদত্ত সেবা:

 
২৪

ফরম-খ:  (১) অনধিক ৫০০ কিলোগ্রাম কার্বাইড আমদানি ও মজুদের লাইসেন্স মঞ্জুর।

 
২৫

ফরম-গ:  (১) ৫০০ কিলোগ্রামের অধিক কার্বাইড আমদানি ও মজুদের লাইসেন্স মঞ্জুর।

 
২৬

ফরম-ঘ:  (১) অ্যাসিটিলিন উৎপাদন প্ল্যান্টের অংশবিশেষ মজুদাগারে কার্বাইড মজুদ ও আমদানির লাইসেন্স মঞ্জুর।

 
 

সিএনজি বিধিমালা, ২০০৫ অনুসারে প্রদত্ত সেবা:

 
২৭

ফরম-ছ: ক্যাসকেড/সিলিন্ডার/আধারে সিএনজি ভর্তি এবং স্বয়ংক্রিয় যানে রক্ষিত সিলিন্ডারে সিএনজি সরবরাহের লাইসেন্স মঞ্জুর।

 
 

বিস্ফোরক বিধিমালা, ২০০৪ অনুসারে প্রদত্ত সেবা:

 
২৮

ফরম-২২: বিস্ফোরক ব্যবহারের জন্য স্বল্প মেয়াদে বা স্থায়ীভাবে ম্যাগাজিনে/  বাঙ্কারে বিস্ফোরক অধিকারে রাখার লাইসেন্স মঞ্জুর।

এখানে ক্লিক করুন
২৯

ফরম-১৮: স্থলপথে বিস্ফোরক পরিবহণের লাইসেন্স মঞ্জুর।

 
৩০

ফরম-২৫: আতশবাজি অধিকারে রাখা এবং জনসাধারনের নিকট প্রদর্শনের উদ্দেশ্যে লাইসেন্স (কোন রাষ্ট্রিয় অনুষ্ঠান/উৎসবের জন্য)

 
৩১

পারমিট: শর্ট ফায়ারের পারমিট মঞ্জুর